রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

রমযান মাস সর্বাধিক গুরুত্ব দিয়ে নিজেদের  আত্মগঠনের কাজে নিয়োজিত করতে হবে  -ছাত্রশিবির 

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পবিত্র মাহে রমযানকে স্বাগত জানিয়ে রাজধানী মিরপুরে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ডা. মু. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক রাজিফুল হাসান বাপ্পি। র‌্যালিটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরপুর ১ নং এ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শাখা সাংগঠনিক সম্পাদক মু. জুবায়ের হোসাইন রাজনসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা র‌্যালীতে অংশ নেয় । 

প্রধান অতিথি উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেন,পবিত্র মাহে রমযান ঈমানদারদের জন্য মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। তাই রমযান মাস সর্বাধিক গুরুত্ব দিয়ে নিজেদের আত্মগঠনের কাজে নিয়োজিত করতে হবে। আল-কুরআন, আল-হাদিস বুঝে পড়ার পাশাপাশি আল-কুরআনের সমাজ গঠন করাই হবে আমাদের জীবনের টার্গেট। 

প্রধান অতিথি সরকারের উদ্দেশ্যে রমযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহবান জানান। একই সাথে সুদ, ঘুষ, মদ, জুয়াসহ যাবতীয় অশ্লীল বেহায়াপনা বন্ধ করতে সরকারসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন । 

শাখা সভাপতি ডা.মুজাহিদ ইসলাম বলেন, পবিত্র রমযান মাসে খোদাদ্রোহী কাফির-মুশরিকদের বিরুদ্ধে ইসলামে প্রথম যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। যেখানে আল্লাহ তায়ালার প্রত্যক্ষ সহযোগিতায় মুসলমানরা বিজয়ী হয়েছিল। সুতরাং আমরা যদি রমজানের যথাযথ হক আদায় করতে পারি তাহলে আমরাও বর্তমান খোদাদ্রোহী-নাস্তিক্যবাদীদের বিরুদ্ধে জয়ী হবো। এদেশের সবুজ প্রান্তরে কালেমার পতাকা উড়বে ইনশায়াল্লাহ। 

তিনি উপস্থিত নেতা-কর্মীদের র‌্যালিতে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ